Saturday, March 18, 2017

নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান



নিয়াজ মোহাম্মদ চৌধুরী
নিয়াজ মোহাম্মদ চৌধুরী বাঁংলাদেশের একজন বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব । যারা সংগীত বোঝেন ,তাদের অনেক প্রিয় শিল্পী তিনি। তার কাছ থেকে তালিম নিয়ে অনেকেই সংগীতে প্রতিষ্ঠিত হয়েছেন |
   তিনি ১৯৫২ সালের ১৩ই জানুয়ারী জন্মগ্রহন করেন।তিনি ওস্তাদ আয়াতুল্লাহ খানের নিকট থেকে  নেন। পরে  উপমহাদেশের দুই বিখ্যাত শিল্পী ওস্তাদ আমানত আলী খান ও ওস্তাদ ফতেহ আলী খানের কাছ থেকে প্রশিখ্খন নেন।তিনি ইউনিভার্সিটি অফ লন্ভনে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন।তার গাওয়া জীবনান্দ হয়ে, আজ এই বৃষ্টির কান্না দেখে, সুখ আমার সুখ এমন আরো জনপ্রিয় গান রয়েছে।
তার লেখা একটি খুবই জনপ্রিয় গান
শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী
এলবাম- জীবনান্দ
সুরকার- মোহাম্মদ শাহনেওয়াজ
গীতিকার- ওসমান শওকত

কথা -
জীবনান্দ হয়ে সংসারে আজো আমি
সবকিছু ভুলে যেন করিলেম দেন
তুমিওতো বেশ আছো,ভালই আছো।
কবিতায় পড়া সেই বনলতা সেন॥
টানা টানা চোখে কালি পড়েনি কোন
হাসলেও গালে টোল পড়ে এখনো
কি যাদু জানে তা বিধাতা জানেন
কবিতায় পড়া সেই বনলতা সেন॥
পরিপাটি বেশবাস এখনো আছে
ঘটনার কোন রেশ নেইতো কাছে
এভাবে সবাইকি থাকতে পারে
কবিতায় পড়া সেই বনলতা সেন॥







No comments:

Post a Comment