Thursday, October 26, 2017

মোমের গোলাপ তৈরী

ঘরে বসে মোম দিয়ে সহজেই গোলাপ তৈরী করা যায়। দেখে জটিল মনে হলেও আসলে তেমন জটিল নয়। এটি তৈরী করতে উপকরন কম লাগে।




এটা তৈরী করতে লাগবে প্রয়োজনীয় উপকরন -



গোলাপি রংয়ের গলানো কিছু মোম
সাদা রংয়ের মোমবাতি
মোটা রশি যা সলতে হিসেবে ব্যবহার হয়
ফুটন্ত গরম পানি
একটা লাঠি
ছুরি



তৈরী পদ্ধতি
একটা বাটিতে গোলাপি রংয়ের মোম ও সাদা রংয়ের কোরানো মোম নিন।
খেয়াল রাখতে হবেযে গোলাপী রংয়ের মোমের অংশ যেন বেশী থাকে।

এরপর একটা গামলায় গরম পানি নিয়ে মোমের বাটির উপর বসিয়ে
দেন, যেন মোম গলে যায়।  মাঝে মাঝে লাঠি দিয়ে মোম দুটিকে মিশিয়ে দিতে হবে।
একটা কাঠের বোর্ডের উপর গলানো মোম ঢেলে ছোট ছোট বৃত্ত তৈরী
করুন |   এই বৃত্তগুলোর শেপের উপর নির্ভর করবে গোলাপের পাপরিগুলোর সাইজ কেমন হবে।
বড় গোলাপ করতে চাইলে বৃত্তগুলোও বড় আকারের করতে হবে।
কমপক্ষে ৬টির কমে বৃত্ত তৈরী করা যাবেনা।  তা নাহলে গোলাপ দেখতে সুন্দর লাগবেনা।
মোমের বৃত্তগুলো একটু নরম থাকতে থাকতে ছুরি দিয়ে তুলে ফেলুন।
ছবির মতো করে রশির গা ঘেষে গোলাপের পাপড়ির মতো করে প্যাচাতে থাকুন।
এবার দেখুন গোলাপের মতো লাগছে কিনা।

এবার চাইলে যেকোনো ফুলদানিতে রাখতে পারেন।

No comments:

Post a Comment