রানী প্রথম এলিজাবেথ ১৫৩৩ সালের ৭ই সেপ্টেম্বর ইংল্যাকরেন। প্লাসেন্টিয়া প্রাসাদের গ্রিনিচে জন্ম গ্রহন করেন। তিনি ১৫৫৭ সালের ১৭ই নভেম্বর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও ফ্রান্সের রানী ছিলেন।
|
রানী প্রথম এলিজাবেথ |
তিনি ছিলেন টিউডর রাজবংশের পন্চম ও সর্বশেষ রানী। রাজা অষ্টম হেনরি তার বাবা ছিলেন। এলিজাবেথের মা অ্যান বোলিনকে হত্যা করা হয় যখন তার বয়স মাত্র আরাই বছর। এবং তাকে অবৈধ ঘোষনা করে। এসময় উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা কাটাতে তার ভাই ষষ্ঠ এডওয়ার্ড সিংহাসনের ভার অর্পন করেন লেডি জন গ্রের উপর। এরপর ১৫৫৮ সালের ১৭ই নভেম্ভর রানী প্রথম মেরির স্হলাভিসিক্ত হন। প্রোটেস্টন্ট বিদ্রোহিদের সহযোগিতা করার অপরাধে মেরির শাসন যুগে তাকে এক বছর গৃহবন্দি করে রাখা হয়। পরবর্তিতে যখন তিনি রানী হন তখন ইংলিশ প্রোটেস্টেন্ট চার্চ প্রতিষ্ঠা
করেন এবং তিনি সেটির গভর্নর ছিলেন। তিনি অবিবাহিতা ছিলেন। তার মৃত্যুর ২০ বছর পরেও সোনালি যুগের শাসক হিসেবে সমাদৃত ছিলেন। তার শাসনকালকে এলিজাবেথিয় এরা বা এলিজাবেথিয় যুগ বলে। শেক্সপিয়ারের নাটকে এলিজাবেথ এরা ঘুরে ফিরে এসেছে।
তিনি ১৬০৩ সালের ২৪শে মার্চ ইংল্যান্ডের রিচমন্ড প্রাসাদে পরলোক গমন করেন।
|
রানী প্রথম এলিজাবেথ |
No comments:
Post a Comment