Singer- Kumar Biswajit ( কুমার বিশ্বজিত)
Tune- Ali akber rupu (' আলি আকবর রুপু )
Lyrics- Salahuddin Sajal ( কথা- সালাহউদ্দিন সজল )
কথা-
এস্ট্রেতে উপছে পড়া ছাই
এলোমেলো বুকসেলফ, মলাটছেড়া কিছু কবিতার বই
ক্যাসেটে হারানো দিনের গান , একাকি ঘরে আমার
সবইযে বন্ধু, সবইযে আমার প্রান
দেয়ালের এককোনে মাকড়সা বুনেছে জাল
তারপাশে টিকটিকির শান্তিতে কাটে কাল।
,ওহো
দেয়ালের এককোনে মাকড়সা বুনেছে জাল
তারপাশে টিকটিকির শান্তিতে কাটে কাল।
Tune- Ali akber rupu (' আলি আকবর রুপু )
Lyrics- Salahuddin Sajal ( কথা- সালাহউদ্দিন সজল )
কথা-
এস্ট্রেতে উপছে পড়া ছাই
এলোমেলো বুকসেলফ, মলাটছেড়া কিছু কবিতার বই
ক্যাসেটে হারানো দিনের গান , একাকি ঘরে আমার
সবইযে বন্ধু, সবইযে আমার প্রান
দেয়ালের এককোনে মাকড়সা বুনেছে জাল
তারপাশে টিকটিকির শান্তিতে কাটে কাল।
,ওহো
দেয়ালের এককোনে মাকড়সা বুনেছে জাল
তারপাশে টিকটিকির শান্তিতে কাটে কাল।
মশারির ফোকর দিয়ে মশাদের আনাগোনা
রাত্রিতে বোঝে নেয় লেনাদেনা |
দেয়ালে টান্গানো হাসিমুখে চেয়ে আছে সুসিত্রা সেন
তারই পাশে আমার ছবি যেন নির্বাক প্রেম।
জানি হিসেবে এসবই বেমানান
তবু একাকি ঘরে আমার
সবইযে বন্ধু, সবইযে আমার প্রান ||
No comments:
Post a Comment