কথা- সৈয়দ সামসুল হক
সুর- সত্যসাহা
কথা-
দেখে কেন মনে হয় যেন তারে চিনি
চেনা চেনা মুখ, না না সেতো নয় ||
তাহলে সে অনেকের ফিরে একজন
চেনা চেনা মুখ তাকি হয়,
কোথা হতে এলে তুমি আজ ,
কতদিন দেখিনি তোমায়
যে আমায় ডাক দিতে চায়,
জীবনের এই সীমানায়
সেকি তুমি ওগো তুমি মোর নিপ মনময়
না না তাকি হয়
দেখে কেনো মনে হয় যেন তারে চিনি
চেনা চেনা মুখ, না না সেতো নয় ||
সেই মুখখানি বারে বার
দোলা দেয় মন যমুনায়
নীল শাড়ী যেন স্বপনের
আকাশের রং হতে চায় ॥
সেযে তারই মতো চেনা চেনা মনে হয়
না না তা কি হয়।
দেখে কেনো মনে হয়, যেন তারে চিনি
না না সেতো নয় ||
সুর- সত্যসাহা
কথা-
দেখে কেন মনে হয় যেন তারে চিনি
চেনা চেনা মুখ, না না সেতো নয় ||
তাহলে সে অনেকের ফিরে একজন
চেনা চেনা মুখ তাকি হয়,
কোথা হতে এলে তুমি আজ ,
কতদিন দেখিনি তোমায়
যে আমায় ডাক দিতে চায়,
জীবনের এই সীমানায়
সেকি তুমি ওগো তুমি মোর নিপ মনময়
না না তাকি হয়
দেখে কেনো মনে হয় যেন তারে চিনি
সেই মুখখানি বারে বার
দোলা দেয় মন যমুনায়
নীল শাড়ী যেন স্বপনের
আকাশের রং হতে চায় ॥
সেযে তারই মতো চেনা চেনা মনে হয়
না না তা কি হয়।
দেখে কেনো মনে হয়, যেন তারে চিনি
না না সেতো নয় ||
You have brought up a very superb points, thank you
ReplyDeletefor the post.
https://instantsurveyspaypal.blogspot.com
ReplyDeleteI enjoyed my visit to your blog. Very beautifully designed.