Saturday, April 22, 2017

বেবি নাজনিন ও তার গান

বেবি নাজনিন বাংলাদেশের একজন জনপ্রিয় কন্ঠশিল্পী।তিনি প্রায় ১০০ ছায়াছবিতে গান গেয়েছেন।
তিনি ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত। তিনি ১৯৯৩ ও ২০০৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
তিনি আগে রাজশাহী বিভাগে ভলিভল খেলোয়ার হিসেবে ছিলেন।১৯৮৭ সালে তার প্রথম আধুনিক গানের এলবাম বের হয়। ২০১৪ সালে তার ৫০ তম গানের এলবাম বের হয়। তার বোনের নাম লিনি সাবরিন।  তার অনেক জনপ্রিয় গান আছে, তারমধ্যে এটা একটা ভাল গান।
'ঐ রংধনু থেকে কিছু রং এনে দাওনা '
শিল্পী- বেবী নাজনিন
সুরকার- শেখ ইশতিয়াক
গীতিকার- শেখ ইশতিয়াক

কথা-
ঐ রংধনু থেকে কিছু কিছু রং এনে দাওনা
তুমি মনের মাধুরী সাথে মিশিয়ে
আমাকে আপন করে নাওনা॥
কতদিন বলেছি বকুলের ফুল এনো মালা গাঁথবো
কতদিন সেধেছি শিশিরে ভেজা ঘাসেঁ আচল ছড়াবো
তুমি এমন কেন তোমারকি সাধ হয়না ॥
তুমি কী দেখছো আকাশ কেমন করে মেশে সাগরে
তুমি কী শুনেছো আমার যত গান তোমাকে ঘিরে।
তুমি এমন কেন বুঝেও কী কিছুই বোঝনা ॥


No comments:

Post a Comment