Wednesday, November 8, 2017

টমাস আলভা এডিসন

টমাস আলভা এডিসন ছিলেন মার্কিন বিজ্ঞানি। টমাস আলভা এডিসন ১৮৪৭ সালের ১১ই ফেব্রুয়ারি  যুক্তরাষ্ট্রের ওহিও, মিলানে
    টমাস আলভা এডিসন

    টমাস আলভা এডিসন
জন্মগ্রহন করেন।  তিনি বৈদ্যুতিক বাতি, গ্রামোফোন ও ভিডিও ক্যামেরাসহ বহু যন্ত্র উদ্ভাবন করেন যা
বিংশ শতাব্দির জীবনকে প্রভাবিত করেছে। বিজ্ঞানীদের ইতিহাসে তিনি একজন উল্লেখযোগ্য বিজ্ঞানী। তার নিজের নামে ১০৯৩টি মার্কিন পেটেন্ট সহ ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির পেটেন্ট রয়েছে।
টেলিযোগাযোগ খাতে তার উদ্ভাবনের জন্য তিনি সর্বস্বীকৃত। তার উদ্ভাবনের মধ্যে ভোট ধারনকারি যন্ত্র, স্টক টিকার,বৈদ্যুতিক গাড়ির ব্যাটারী, বৈদ্যুতিক শক্তি, ধারনযোগ্য ছবি ও সংগীত।
তিনি জীবনের প্রথম দিকে টেলিফোন অপারেটর হিসেবে কাজ করেন। ব্যবসা বানিজ্য, কারখানা ও বাসাতে বিদ্যুত শক্তি উৎপাদন ও বন্টনের ধারনা তার হাত দিয়ে শুরু হয় , যা শিল্পজগতের উন্নয়নে একটা যুগান্তকারি ঘটনা।নিউইয়র্কের ম্যানহাটন দ্বীপে প্রথম বিদ্যুত কেন্দ্র স্হাপিত হয়।
তার পিতার নাম স্যামুয়েল অগডেন এডিসন ও মাতার নাম ন্যানসি ম্যাথিউস এলিয়েটর।
তিনি ছিলেন তার পিতামাতার সপ্তম ও সর্বশেষ সন্তান। ১৮৭১ সালের ২৫শে ডিসেম্বর তিনি মেরি স্টিলওয়েলকে বিয়ে করেন। তাদের তিন সন্তান নাম ১. মেরিওন এসটেলা এডিসন, ২. টমাস আলভা এডিসন জুনিয়র ,৩. উইলিয়াম লেসলি এডিসন। ১৮৮৪ সালের ৯ই আগস্ট মেরি এডিসন মারা যান।
এরপর তিনি ওহিওতে মিনা মিলারকে বিয়ে করেন।
তাদের তিন সন্তান নাম, ১.মেডেলেইন এডিসন,২. চার্লস এডিসন, ৩.থিউডর এডিসন ( পদার্থবিদ যার ৮০টির বেশী পেটেন্ট রয়েছে)।
তিনি ১৯৩১ সালের ১৮ই অক্টোবর ওয়েস্ট অরেন্জের নিউজার্সিতে মৃত্যুবরন করেন।

No comments:

Post a Comment