Friday, December 22, 2017

প্লাস্টিকের বোতল দিয়ে ডেকোরেশন

প্লাস্টিকের বোতল দিয়ে অনেক সুন্দর সুন্দর আকর্ষনীয় জিনিস তৈরী
করতে পারেন।

১. ঝারবাতি-   বোতলের নিচের অংশ কেটে রং করে নিন। রং শুকিয়ে যাবার পর আঠা বা ফুটো করে
জোড়া দিন।
ভেতরে সেট করুন পছন্দমতো লাইট। এবার তৈরী হয়ে গেল অন্যরকম ঝাড় বাতি।
এর খরচ খুব সামান্য। এটা বানিয়ে পরিবারের  সবাইকে চমক দিতে পারেন।
প্লাস্টিকের বোতল দিয়ে তৈরী ঝারবাতি


২. মাছের পিঠের মতো ঝারবাতি - একটা বড় বোতল নিয়ে নিচের অংশ কেটে ফেলুন। এখন ওয়ানটাইম ইউজ প্লাস্টিকের চামচের ডাটা কেটে ফেলুন । এবার
চামচের উপরের অংশ আঠা দিয়ে বোতলের গায়ে সেট করুন। মাছের আঁশের মতো করে বসান।
বোতলের মুখের জায়গায় সেট করুন আরো কিছু চামচের মাথা। এতে মুখটা ঢাকা পড়ে যাবে। এবার একটা বাল্ব তারের সাথে সংযুক্ত করে দিয়ে বোতলের ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। এবার তৈরী হয়ে গেল ঝুলানো ল্যাম্প।

প্লাস্টিকের বোতল দিয়ে তৈরী ঝুলন্ত ল্যাম্প

No comments:

Post a Comment