Showing posts with label ফ্রীমিউজিক. Show all posts
Showing posts with label ফ্রীমিউজিক. Show all posts

Sunday, December 24, 2017

Song- Oguchalo bichana

Singer- Kumar Biswajit (  কুমার বিশ্বজিত)
Tune- Ali akber rupu (' আলি আকবর রুপু )
Lyrics- Salahuddin Sajal ( কথা- সালাহউদ্দিন সজল )

কথা-
এস্ট্রেতে উপছে পড়া ছাই
এলোমেলো বুকসেলফ, মলাটছেড়া কিছু কবিতার বই
ক্যাসেটে হারানো দিনের গান , একাকি ঘরে আমার
সবইযে বন্ধু, সবইযে  আমার  প্রান

দেয়ালের এককোনে মাকড়সা বুনেছে জাল
তারপাশে টিকটিকির শান্তিতে কাটে কাল।
,ওহো
দেয়ালের এককোনে মাকড়সা বুনেছে জাল
তারপাশে টিকটিকির শান্তিতে কাটে কাল।

মশারির ফোকর দিয়ে মশাদের আনাগোনা
রাত্রিতে বোঝে নেয় লেনাদেনা |
দেয়ালে টান্গানো হাসিমুখে চেয়ে আছে সুসিত্রা সেন
তারই পাশে আমার ছবি যেন নির্বাক প্রেম।
জানি হিসেবে এসবই বেমানান
তবু একাকি ঘরে আমার
সবইযে বন্ধু, সবইযে আমার প্রান ||


Wednesday, December 6, 2017

এই রাত তোমার আমার, হেমন্ত মুখোপাধ্যায়ের গান

শিরোনাম -এই রাত তোমার আমার
কন্ঠ- হেমন্ত মুখোপাধ্যায়
কথা- গৌরীপ্রসন্ন মজুমদারমজুমদার
সূর- হেমন্ত মূখোপাধ্যায়
সিনেমা- দীপ জ্বেলে যাই
এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার
শুধু দুজনের
এই রাত শুধুযে গানের
এই ক্ষন এ দুটি প্রানের
কুহু কুজনের
এই রাত তোমার আমার
তুমি আছো আমি আছি তাই
অনুভবে তোমারে যে পাই
শুধু দুজনের
এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার
শুধু দুজনের ||

Friday, September 29, 2017

রবীন্দ্র সংগীত

রবীন্দ্র সংগীত

'সুন্দর বটে তব অঙ্গতখানি, তারায় তারায় খচিত'

গীতিকার-  রবীন্দ্রনাথ ঠাকুর
সুরকার- রবীন্দ্রনাথ ঠাকুর
 বছর- ১৯২২
কথা
সুন্দর বটে তব অঙ্গতখানি তারায় তারায় খচিতখচিত
স্বর্নে রত্নে শোভন শোভন বর্নে বর্নে রচিত ||

খড়গ তোমার আরো মনোহর লাগে বাঁকা বিদ্যুতে আঁকা সে,
গরুড়ের পাখা রক্ত রবির রাগে যেনগো অস্ত আকাশে |

জীবন শেষের শেষ জাগরনসম ঝলসিছে মহাবেদনা-
নিমষে দহিয়া যাহা কিছু আছে মম তীব্র ভীষন চেতনা |

সুন্দর বটে তব অঙ্গতখানি তারায় তারায় খচিত
খড়গ তোমার, হে দেব বজ্রপাণি,চরম শোভায় রচিত |